ভাল লাগে না কিছুই
চল চলে যাই অনির্দেশে অনায়াস
মাটি আকাশ সূর্যশিশিরকণা
নিজস্ব যা কিছু আছে সব
ত্যাগ করে চলে যাই
চল হেম তপোবনে
আহাহা মেয়েটি আমার বড়ই ছোটটি
আরেকটু বড় হোক, বড়দের মতো
মন ভাসাই গাঙুরের জলে
ভাল লাগে না কিছুই
তবু প্রদীপ শিখায় তুলসিমঞ্চের মায়া
অলি যেথা ভ্রমে কুন্ঞ্জবনে
অরিন্দমC @ 2015
Subscribe for Latest Updates!