শক্তিশেল
- কবিতাCorner
- 29th July, 2020
মধ্যরাতে কলকাতা শাসন করি আমি উত্তর ও দক্ষিণে দিনান্ত ধূসরিত যৌবন অপেক্ষায় থাকে যে ছায়াসুনিবিড় আশ্রয় তার ধৌত অমলিন দিকচক্রবালে আমার পদচিন্হ আঁকা প্রেম নৈ:শব্দজালে পরকীয়া জীবনের পরমগতি মধ্যযামে কলকাতা..
মধ্যরাতে কলকাতা শাসন করি আমি উত্তর ও দক্ষিণে দিনান্ত ধূসরিত যৌবন অপেক্ষায় থাকে যে ছায়াসুনিবিড় আশ্রয় তার ধৌত অমলিন দিকচক্রবালে আমার পদচিন্হ আঁকা প্রেম নৈ:শব্দজালে পরকীয়া জীবনের পরমগতি মধ্যযামে কলকাতা..
চারিদিকে এক হিমশিম অবস্থা। এক সীমাহীন আতঙ্কের রাজত্ব। আপনি চান বা না চান গর্তে ঢুকে বসে থাকতে হবে। তাতেও কি রেহাই মিলছে ! অষ্টপ্রহর করোনা ভজনা চলছে - শুধু করোনা..
তোমরা যারা আমাকে হনন করো প্রতিদিন জেনে রেখো মেঘের অস্থিতে বাঁচে বৃষ্টির আশ্বাস মৃত্তিকা সন্ধান করে বীজ ভোরের আজান খোঁজে পাখির উড়াল সময় সচল জেনো হে মানব বিপণনকারি শব কীটভষ্ম..
ভাল লাগে না কিছুই চল চলে যাই অনির্দেশে অনায়াস মাটি আকাশ সূর্যশিশিরকণা নিজস্ব যা কিছু আছে সব ত্যাগ করে চলে যাই চল হেম তপোবনে আহাহা মেয়েটি আমার বড়ই ছোটটি আরেকটু..
Subscribe for Latest Updates!